আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ‘গতিময়’ শহর বেঙ্গালুরু

প্রকাশিত

বিশ্বের সবচেয়ে ‘গতিময়’ শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ভারতের বেঙ্গালুরু। সাম্প্রতিক এক জরিপের ভিত্তিতে বেঙ্গালুরু এই স্থান দখল করে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষে বিশ্বের প্রথম ৩০টি ‘ডায়নামিক’ শহরের তালিকা প্রকাশ করেছে বহুজাতিক রিয়েল এস্টেট উপদেষ্টা সংস্থা জোনস ল্যাং ল্যাসেল।
জরিপে প্রযুক্তিগত পরিবর্তন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির গতি কমানো ও বৈশ্বিক যোগাযোগ জোরদার—এসব বিষয় বিবেচনায় ভারতের ‘আইটি ক্যাপিটাল’ বলে পরিচিত বেঙ্গালুরু ১ নম্বরে চলে আসে।
৪২টি ক্ষেত্র পর্যালোচনা করে ১৩৪টি দেশের ওপর জরিপ চালিয়ে এই গতিময় (ডায়নামিক) শহরের তালিকা তৈরি করা হয়েছে।

গতিময় শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন শহর। ভিয়েতনামের রাজধানী হ্যানয় তালিকার ৮ নম্বরে।

তালিকার ৩ নম্বরে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি। এ ছাড়া দেশটির অস্টিন ও বোস্টন শহর দুটি আছে যথাক্রমে ৭ ও ৯ নম্বরে। বিশ্বের চতুর্থ ডায়নামিক শহর চীনের সাংহাই। ভারতের হায়দরাবাদ তালিকার পঞ্চমে। যুক্তরাজ্যের লন্ডন তালিকার ৬ নম্বরে। তালিকার ১০ নম্বরে কেনিয়ার নাইরোবি।

আন্তর্জাতিক এর আরও খবর