তথ্য প্রযুক্তি

দেশেই ডোমেইন-হোস্টিংয়ে আন্তর্জাতিক মানের সেবা

প্রকাশিত

ওয়েবসাইট তৈরিতে প্রয়োজনীয় ডোমেইন ও মানসম্মত হোস্টিংয়ের ক্ষেত্রে দেশেই আন্তর্জাতিক মানের সেবা দিচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (বিডিএইচপিএ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গতকাল শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিডিএইচপিএ।

অনুষ্ঠানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে ডোমেইন ও হোস্টিং অনেক বড় একটি খাত। এখানে অনেক তরুণ উদ্যোক্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে ডোমেইন ও হোস্টিং ক্রয়ের ক্ষেত্রে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই প্রতারিত হচ্ছেন। তাঁদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ডোমেইন ও মানসম্মত হোস্টিং ক্রয়ের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারে বিডিএইচপিএ।

তথ্য প্রযুক্তি এর আরও খবর