বিনোদেন

কলকাতার নতুন চমক সোহম-শুভশ্রী

প্রকাশিত

টালিগঞ্জে নায়িকা হিসেবে শুভশ্রীর প্রথম ছবির নায়ক সোহম। এরপর কেটে গেছে অনেকদিন। দুজনেই আলাদা করে কাজ করে নিজেদের অবস্থান গড়ে নিয়েছেন। দুজনের নামের আগেই আছে সুপারস্টার, তারকার মতো খ্যাতি।

নতুন খবর হলো দীর্ঘদিন পর আবারো তারা এক হয়ে পর্দায় হাজির হচ্ছেন। সেই পুরনো জুটি কামব্যাক করছে ‘আমার আপনজন’ ছবি দিয়ে। সোহমের প্রযোজনা সংস্থা অজস্র এন্টারটেইনমেন্টের প্রথম ছবি এটি। ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ।

ইতিমধ্যে ছবির কাজ শুরু করে দিয়েছেন পরিচালক রাজা চন্দ। ইডেন গার্ডেন্স, গড়িয়াহাটসহ কলকাতার বেশ কিছু জায়গা এবং কলকাতার বাইরেও চলছে এই ছবির শুটিং। ছবিতে শুভশ্রী ছাড়াও আছেন আরও দুই নায়িকা। প্রিয়াঙ্কা সরকার এবং ঐন্দ্রিতা। তবে তাদের দেখা যাবে বিশেষ দুটি চরিত্রে।

ছবির জন্য একটি গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। সম্ভবত মার্চ বা এপ্রিল মাসে মুক্তি পাবে ছবিটি। চলতি বছরে বিগ ধামাকা হবে সোহম-শুভশ্রীর ছবিটি, সে আর বলতে হয় না।

এদিকে শুভশ্রী অভিনয় করছেন বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’-এ। এই ছবিতে তার নায়ক ঢালিউডের কিং খান খ্যাত শাকিব।

বিনোদেন এর আরও খবর